কলাপাড়া সংবাদ দাতা।।
কলাপাড়ায় সুজন (২০) নামের এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে
উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে কলেজ রোডে তার সেলুনের দোকানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ টি পাওয়াযায়। মৃত সুজন পার্শ্ববর্তী উপজেলার আমতলীর চাওড়া গ্রামের নির্মল দাসের ছেলে।
স্থানীরা জানান,গতকাল রাতে সেলুনে এসে দরজার সার্টার বন্ধ করে ভিতরে প্রবেশ করে এরপর আজকে সারাদিন সেলুন বন্ধ দেখে চুল কাটাতে আসা গ্রাহকরা ডাকাডাকি করে। এরপর সারাশব্দ না পেয়ে উঁকি দিয়ে সেলুনের সিলিং ফানের সাথে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সন্ধ্যারপরে মহিপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি তাঁরা থানায় আসতেছে। আমরা লাশ থানায় নিয়ে আসছি লাশ মর্গে পাঠানো হবে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
tawhidit.top/