সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হলেন ড. মু: ইব্রাহীম খলিল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়। বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: আমিন উল আহসান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। বরিশাল বিভাগের ৬টি জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষকদের মধ্যে থেকে তাঁকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত করা হয়।
জানা গছে,ড. মু: ইব্রাহীম খলিল বর্তমানে সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত রয়েছেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএস এর মাধ্যমে সরকারি কলেজে প্রভাষক, সমাজবিজ্ঞান পদে রামগড় সরকারি কলেজ, খাগড়াছড়ি যোগদান করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে অনার্স ও মাস্টার্স, যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে আরো একটি মাস্টার্স এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনন্সিটিউট অব বাংলাদেশে স্টাডিজ (আইবিএস) থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তাঁর একাধিক পাঠ্যবই ও দেশে-বিদেশের খ্যাতনামা জার্নালে ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশে-বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ২০২২-২৪ মেয়াদে বিসিএস শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব নির্বাচিত হন। ইতোপূর্বে তিনি ২০১৪-১৬ ও ২০১৬-১৮ মেয়াদে উক্ত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। তিনি পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম পাড় ডাকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য যে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মোট ৩৮টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদানের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিযোগীগণ উপজেলা, জেলা ও প্রশাসনিক বিভাগ পর্যায়ে পুরষ্কাারের জন্য মনোনীত হয়েছেন।
tawhidit.top/