Loading ...
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

সমাজের সামাজিক সমস্যা নিরসনে সংলাপ

নিউজ রুম / ১৬১
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া
(পটুয়াখালী) প্রতিনিধি:

বাল্য বিবাহ, যৌতুক, শিশুশ্রম, নির্যাতন ও পাচার এসকল সামাজিক সমস্যা নিরসনে পটুয়াখালীর কলাপাড়ায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৩০ মার্চ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজিয়া) প্রকল্প এর আয়োজন করেন। সমাজ থেকে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, শিশু পাচার, যৌতুক ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে সুশিল সমাজ ও ডিউটি বেয়ারারদের কার্যকরী পদক্ষেপ গ্রহন ও সমাজ থেকে এ সকল সামাজিক সমস্যা যেনো নিরসন করা যায় সে লক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ইপজিয়া প্রকল্প এ ইউনিয়নে তার প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে। অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার কলাপাড়া উপজেলা প্রোগ্রাম অফিসার মো. ইদ্রিস আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য হামিদুর ইসলাম, সংবাদকর্মী মো. ওমর ফারুক, কাজী মো. দেলোয়ার হোসাইন, এলবার্ট শোভন বিশ্বাস ও সিপিসি সদস্য জুলিয়েট বাড়ৈ প্রমুখ।এসময় স্থানীয় ইউপি সদস্য, ধর্মীয় প্রতিনিধি, সিপিসি কমিটির প্রতিনিধিসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপজিয়া প্রকল্পের কলাপাড়া উপজেলা প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/