Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

বরগুনায় মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল—মায়ের আত্মহত্যা!

নিউজ রুম / ২২৩
রবিবার, ১২ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার

তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ মার্চ (শনিবার) দুপুরে মেয়ে ও তার বাবা অভিযোগ করতে থানায় হাজির হন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর লাউপাড়া এলাকার বখাটে আসাদুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর তার মায়ের ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে কিশোরীকে ফোন দিয়ে কু প্রস্তাব ও হুমকি ধমকি দেয়। কিশোরী ঝামেলা এড়াতে একপর্যায়ে আসাদুলের সাথে কথা বলে। তাদের সাথে মাঝেমধ্যে ভিডিও কলেও কথা হয়। ওই সময়ে ঘাপটি মেরে রেকর্ড করে রাখা ভিডিও কলের কথাবার্তা পরে এডিট করে আপত্তিরভাবে উপস্থাপন করে।

এসব এডিট করা ভিডিও ওই কিশোরীর মাকে দেখিয়ে ৫০,০০০/ টাকা দাবি করে আসাদুল। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে আসাদুল ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দেয় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

গত ৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ব্যাটারির অ্যাসিড পানি পান করে ওই নারী আত্মহত্যা করেন। নিহতের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ মার্চ) লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে নিহতের মেয়ে মূর্ছালীন (ছদ্মনাম) নিত্যকণ্ঠকে বলেন, আসাদুল আমাকে প্রায়ই উত্যক্ত করত। ঝামেলা এড়াতে আমি তার এ ব্যাপারে সঙ্গে কথা বলি। পরে চাপে ফেলে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। এসব ভিডিও এডিট করে আপত্তির অবস্থায় আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ভিডিওটি ভাইরাল করে দেয়। লজ্জায় আমার মা আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমারও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’

তবে, এ বিষয় আসাদুল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদেরকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক আছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এই ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/