সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি করায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রবিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পৌর মঞ্চ চত্বেরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে এ পুষ্পস্তবক অর্পণ করেন। গত ৩১ মার্চ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহনুর হক ও সাধারণ সম্পাদক এ্যাড. রিফাত হাসান সজিব। এতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমজাদ হোসাইন সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উদ্দিন খান সোহান, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আ. ফরহাদ মিয়া এবং সদস্য সচিব হিসেবে মো. আরিফুল ইসলাম আজিমকে ঘোষণা করা হয়। অপরদিকে গলাচিপা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরদার নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পিযুষ দাস, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. রাকিবুল হাসান এবং সদস্য সচিব হিসেবে ইঞ্জিনিয়ার মো. আরিফুল খানের নাম অনুমোদন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটিতে ৪৬ জন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটিতে ২৭ জনকে সদস্য করা হয়।
tawhidit.top/