কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পাশে দাঁড়াই স্বেচ্ছাসেসেবী সংগঠনের সদস্য,দাতা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) কলাপাড়াস্থ রেজা সেন্টাল কেয়ার’র সৌজন্যে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে ক্রিড়া সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন) এর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের দাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য নাওভাঙ্গা মাদ্রাসার শিক্ষক,নীলগঞ্জ মাতব্বর বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো.আব্দুল খালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য নাওভাঙ্গা সালেহীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ আবুতালেব ইভান মাতব্বর,কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রধান প্রশিক্ষক ও আলফাবেট কিন্ডারগার্টেন এর পরিচালক মো.মোস্তফা জামান সুজন,কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো.মাহমুদুল হাসান সুমন, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ আবুল বাশার বেপারী, দলিল লিখক মো.ওমর ফারুক, ব্যাবসায়ী মো.বেল্লাল হাওলাদার, মো.ফারুক আকন,মো.রিমন মাতব্বর, মো.শামিমুর রহমান সুমন,সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট্রি মোঃ রেজাউল করিম,সদস্য মো.মাহফুজ মোল্লা,মো.জাহান আহম্মেদ, দলিল লিখক মো. তুহিন হোসেন,মো.শামীম রাড়ি,মো.নাসরুল্লা, মো.এনায়েত মাতব্বর, মো.মোতালেব সরদার,মো.বাইজিদ পাহলান,কাইয়ূম প্যাদা,মো.জাকির হোসেন আবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন গত দেড় বছরে কলাপাড়া তে দুঃস্থ ও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে যেসকল মানবিক কাজ করেছে তা উল্লেখযোগ্য। তারা গৃহহীন মানুষের গৃহ প্রদান থেকে শুরুকরে দুর্যোগ পরবর্তী খাদ্য সহায়তা,অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা,ক্ষুদার্থদের খাদ্য সহায়তা,স্বাস্থ্যসম্মত টয়লেট,ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান সহ কোন ধরনের সরকারী বা এনিজওর সহায়তা ছাড়া যে সকল কাজ করেছে তা এত অল্প সময়ে কলাপাড়াতে কোন স্বেচ্ছাসেবী সংগঠন করতে পারেনি। তাই ভবিষ্যতে এ সংগঠন যেন আরও অসহায় ও দুঃস্থ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে পারে তার সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন উপদেষ্টা পরিষদ ও দাতা সদস্যরা।
সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক পাশে দাঁড়ায় স্বেচ্ছাসে সংগঠনের আগামী ৩ বছরের জন্য একটি পূর্নাঙ্গ কমিটি করা হয়। এতে সভপতি মনোনিত হন নয়নাভিরাম গাইন নয়ন,সাধারণ সম্পাদক সেন্টিটি মোঃ রেজাউল করিম কোষাধক্ষ্য মো.মুসাআকন সহ ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি উপহার দেন উপদেষ্টা পরিষদ। এছাড়াও সকলের সিদ্ধান্ত মোতাবেক মানবিক কাজ পরিচালনার জন্য সদস্য ও উপদেষ্টা পরিষদ এবং দাতা সদস্যরা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। সবশেষ দেশ ও প্রবাসে থাকা সংগঠনের দাতা,উপদেষ্টা পরিষদ ও সদস্যদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
tawhidit.top/