Loading ...
  • Sun, 28 Dec 2025, 03:24 pm
আবহাওয়া ব্যানার

রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মহান বিজয় দিবস উদযাপন

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ / ২১৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিজয় র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাফেজ মো. মহসিন, অভিভাবক মোসা. আয়েশা আক্তার, সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা, সহকারী শিক্ষক ফাইজুর রহমান, সাদিয়া আক্তার ও মরিয়ম বেগম।

আলোচনা সভায় পরিচালক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের অহংকার ও প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আজকের দিনে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করাই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/