পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় শাহীনুর বেগমকে স্বাস্থ্যসম্মত টয়লেট,খাদ্য সহাতা ও নগদ অর্থ প্রদান করেছে পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনে ওই পরিবারটির খোজ খবর নিয়ে তাদের হাতে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা নাওভাঙ্গা ছালেহিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ ইভান মাতবর,দাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মো.সোহাগ মাতব্বর,সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি
নয়নাভিরাম গাইন (নয়ন),সদস্য মো.তুহিন হোসেন,জহিরুল ইসলাম (জহির), মো. সাব্বির হোসেন,ঠিকাদার মো.দেলোয়ার হোসেন,ব্যাবসায়ী মো.বেল্লাল হাওলাদার,দাতা সদস্য মো.সোহেল মিয়া,আল-আমিন মিয়া, মো.জাকির হোসেন আবির সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে অসহায় পরিবারটির আবেদনের প্রেক্ষিতে পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। এ সকল সহায়তা পেয়ে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটিও প্রতিবেশীরা। এর আগেও এ সংগঠনটি দুস্থ ও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে ধারাবাহিক ভাবে গৃহপ্রদান, স্বাস্থ্যসম্মত টয়লেট, শীতবস্ত্র,খাদ্য সহয়তা,ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে। সমাজের দানশীল বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা থাকলে ভবিষ্যতেও এ সংগঠনটি সমাজের অবহেলিত, দুস্থ অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা সংগঠনের সদস্যদের।
tawhidit.top/