Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি।। / ১২৬
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামে এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুয়াকাটা আবাসিক হোটেল মারমেইড প্যালেস-সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নুর আলম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রায়হান সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ তাকে থামার নির্দেশ দিলে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছে থাকা ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে এক কেজি গাঁজাসহ রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/