পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়া কে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া প্রেসক্লাব। শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জি: তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল,সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম,কলাম লেখক মীর আবদুল আলীম বিশিষ্ট সাংবাদিক সাহাবুদ্দিন সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো.হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু,সদস্য এ্যাড গোফরান বিশ্বাস পলাশ,সাবেক দফতর সম্পাদক মিলন কর্মকার রাজু, প্রভাষক চঞ্চল সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.রাসেল কবির মুরাদ,রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এসকে রঞ্জন। এ-সময় কলাপাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভুঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী।
সভায় প্রধান অতিথি বলেন,মফস্বল সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে টিকে থেকে সংবাদ প্রেরণ করতে হচ্ছে, তেমনি নিয়মিত হুমকি, ধামকি সহ্য করতে হচ্ছে। সারাদেশে অহরহ সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। তাই সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। একই সাথে সকল সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্টান টি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক মো.জসিম পারভেজ।
tawhidit.top/