Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মো.ফরিদ উদ্দিন (বিপু) কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি / ৪৫৩
শনিবার, ২১ জুন, ২০২৫

 

মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য প্রতি দুই মাস পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।

তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগীতায় এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময উপস্থিত ছিলেন পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল, ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রাগিব, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত।

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু বলেন, অসহায়, দুঃস্থদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে কলাপাড়া চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/