Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

এক মাস খতম তারাবি পড়ায় মসজিদের মুসুল্লিদের পুরস্কার প্রদান

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৬৭
শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ সলিমপুর জামে মসজিদে এক মাস খতম তারাবি পড়ায় প্রত্যেক মুসুল্লি কে পুরস্কৃত করলেন ওই মসজিদের নিয়মিত মুসুল্লি মাতব্বর বাড়ির কৃতি সন্তান প্রবাসী মো.শাহীন মাতব্বর। এ বছরই এ মসজিদে সর্বপ্রথম খতম তারাবি পড়ানো হয় এবং এর উদ্যোগ গ্রহণ করেন তিনি নিজেই। তাই পুরো রমজান জুড়ে এ মসজিদে যে সকল মুসুল্লিনিয়মিত খতম তারাবি পড়েছেন বয়স্ক ও শিশু মিলিয়ে এমন মোট ৬০ জন কে পুরস্কৃত করেছেন তিনি। পুরুষ্কার পেয়ে মুসুল্লিরা বেশ খুশি হয়েছেন। তারা অনেকেই বলছেন, খেলাধুলায় বা বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার বিতরন করতে দেখেছি কিন্তু নামাজ পড়লে পুরস্কার দেওয়া হয় এমনটা প্রথম দেখলাম। আসলেই এটা প্রশংসনীয় উদ্যোগ এটা অব্যাহত রাখার আহ্বান তাদের।

ওই মসজিদের মুসুল্লি প্রভাষক মো.ইভান মাতব্বর বলেন, এমন পুরস্কারের ধারা প্রতি মাসে থাকা উচিত। এটা করলে নামজে সবচেয়ে বেশি আগ্রহী হবে শিশুরা। আর এটা তাদের নিয়মিত নামাজি হতে অভ্যস্ত করবে বলে তিনি মনে করেন।

এবিষয়ে শাহীন মাতব্বর বলেন,এবছর যারা নিয়মিত এ মসজিদে তারাবি পড়েছেন তাদেরকে আমার ব্যাক্তিগত ভাবে শুধু একটি পানির মগ দিয়ে পুরস্কৃত করেছি। ভবিষ্যতে আল্লাহর ইচ্ছায় এর থেকে ভালোকিছু দেওয়ার পরিকল্পনা আছে। তিনি আরও বলেন,আমি মনে করি পুরস্কার কিছুই না এটা একটা আনন্দ। এ আনন্দের মাধ্যমে বড়দের পাশাপাশি শিশুরাও যেন নামাজে আগ্রহী হয়ে ওঠে তাই এ উদ্যোগ গ্রহন করেছেন তিনি।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/