বিশেষ প্রতিনিধি।।
পটুয়াখালী: কলাপাড়ায় হত দরিদ্র ১৩ পরিবারের মাঝে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ করেছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলায় এফডিসিএস প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার বিকল্প জীবিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে আক্কেলপুর, সদরপুর, হাজীপুর, সৈয়দপুর, গামইরতলা, রোসনাবাদ, আমিরাবাদ, নাচনাপাড়া ও রজপাড়া গ্রামের হতদরিদ্র ১৩টি পরিবারের মধ্যে একটি করে ছাগল বিতরণ করা হয়।
কলাপাড়া প্রাণী সম্পদ অফিসার মোঃ মারুফ বিল্লাহ খান ছাগলগুলো পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ বলে নিশ্চিত করেন এবং অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ছাগল তুলে দেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মারুফ বিল্লাহ খান। এছাড়া ওয়ার্ল্ড কনসার্নের পক্ষে প্রোগ্রাম ম্যানেজার রেজিনা জয়ধর, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোজেক্ট অফিসার উজ্জ্বল গাঠিয়া ও ফিল্ড অফিসার ডনি মল্লিক উপস্থিত ছিলেন।