পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের উৎসব সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের উপজেলা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় উপজেলা প্রশাসনের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোডেকের কলাপাড়া উপজেলা ব্যাপস্থাপক ইসমাইল শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা ও কোডেক কলাপাড়া শাখার কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার সোলায়মান। এ দিবসটি উপলক্ষে ম্যারাথন, সাইকেল রেলী, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
tawhidit.top/