Loading ...
  • Sun, 28 Dec 2025, 01:44 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কলাপাড়া প্রতিনিধি। / ২২২
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফোরামের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মহসিন পারভেজ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল মিরা,কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম রয়েল, ইমরান ফরাজী, দপ্তর সম্পাদক মো.পারভেজ, সদস্য মনির হাওলাদার।
অনুষ্ঠান শুরুতেই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন,১৬ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। লাখো শহীদের রক্ত আর অগণিত মা-বোনের ত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে।

মহান বিজয় দিবস আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং দেশকে ভালোবাসতে। আমাদের
এই বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। এবং নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য তুলে ধরতে হবে হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/