নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।
কলাপাড়ায় হারিয়ে যাওয়া মঞ্জিলাকে খুজে পাওয়া গেছে। সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফতেপুর গ্রামে মো.সোনামিয়া হাওলাদার বাড়িতে তাকে পাওয়া গেছে। এর আগে সে ওই এলাকার বিভিন্ন জায়গায় এবং ভিন্ন ভিন্ন বাড়িতে ঘোরাফেরা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
মেয়েটির সন্ধান দাতা নীলগঞ্জ ৫ নং ওয়ার্ড ফতেপুুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো.নাজমুল বলেন,গত কয়েক দিন যাবৎ মেয়েটিকে আমাদের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। এরপর গতকাল থেকে আমি নিত্যকন্ঠ নিউজে তার হারানো বিজ্ঞপ্তি দেখতেপেয়ে ওকে খুঁজে পেতে চেষ্টা করেছি এরপর আজ সকালে তাকে ফতেপুরের সোনামিয়া হাওলাদার বাড়িতে মহিলাদের দ্বারা আটকে রাখি। তারপর নিত্যকন্ঠ নিউজে দেওয়া তার বাবার নম্বরে ফোন করে বিষয়টি জানিয়েছি। এরপর তারবাবা এসে মেয়টিকে নিয়ে গেছে।
এবিষয়ে নিত্যকন্ঠ নিউজকে ধন্যবাদ জানিয়ে মেয়েটির বাবা মো.গিয়াসউদ্দিন গাজী বলেন,গত ২৪ দিন আগে মেয়েটি দুপুরের ভাতখেয়ে বের হয়ে গেছে। এরপর নিজ ইউনিয়ন নীলগঞ্জ ও পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় খুঁজেও পায়নি। এরপর নিরুপায় হয়ে গতকাল শনিবার সকালে নিত্যকন্ঠ নিউজের শরণাপন্ন হলে। আজ তাকে খুঁজে পাই।
tawhidit.top/