Loading ...
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া প্রতিনিধি। / ১৪৭
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
oplus_0

 

 

কলাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “এবারের নির্বাচনে প্রতীক পরিবর্তন হওয়ায় ব্যালটে নৌকা থাকবে না। তাই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে এলাকার দীর্ঘদিনের অনুন্নয়ন দূর করে উন্নয়ন মুখী একটি সুখী-সমৃদ্ধ কলাপাড়া গড়ে তোলা সম্ভব হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুল হাওলাদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/