Loading ...
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় প্রিয়জন কল্যান পরিষদ’র আনন্দ সন্ধ্যা উদযাপন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৯৭
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

কলাপাড়ায় প্রিয়জন কল্যান পরিষদ আনন্দ সন্ধ্যা উদযাপন করেছে। নীলগঞ্জ আন্ধার মানিক ফুটসাল ফুটবল টুর্নামেন্টের রানার আপ ট্রফি অর্জন করায় রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সলিমপুর বাজারে প্রিয়জন কল্যান পরিষদের অস্থায়ী কার্যালয় জমকালো আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রিয়জন কল্যান পরিষদের সভাপতি প্রভাষক মো.ইভান মাতব্বর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রিয়জন কল্যান পরিষদের প্রধান উপদেষ্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান মো.কামরুজ্জামান শহীদ মাতব্বর। এছাড়াও বিশেষ অতিথি,সুলতান গঞ্জসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো.এনায়েত মাতব্বর, মো.আনোয়ার হোসেন মাতব্বর,সাবেক ইউপি সদস্য মো.আলিম মুন্সি,লালুয়া এসকেজেবী মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.বশার বেপারী, আইনজীবি এ্যাডভোকেট মো.সোহেল আহম্মেদ,আনন্দার মানিক ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সভাপতি ইউপি সদস্য মো.হারুনর রশীদ,আন্দার মানিক বয়েজ ক্লাবের সভাপতি মোঃ রাকিব হোসেন সহ ক্লাবের সদস্য, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইভান মাতব্বর বলেন,নীলগঞ্জ ইউনিয়নে কোন স্থায়ী খেলার মাঠ নাই। এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরী করতে হলে অথবা শিশু কিশোরদের মোবাইল আসক্তি ও মাদকের করাল গ্রাস থেকে বের করে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই একটি মাঠের জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনীতিবিদ সহ সহ সকলের প্রতি জোরালো আবেদন জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/