নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।
কলাপাড়ায় বিশ্ব অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৩ নভেম্বর) এ উপলক্ষে কলাপাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন জায়গায় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক। শিকদার কামরুল ইসলাম,কলাপাড়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) সভাপতি মো.জাহিদ তালুকদার সহ কলাপাড়া উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ঔষধ প্রশাসক কামরুল ইসলাম সকলকে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যাবহারে নিরুৎসাহিত,রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি নিষেধ,ও সংরক্ষণ পদ্ধতি এবং বিশ্বব্যাপী এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ভয়াবহতা সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি আরও বলেন,নিয়ম ব্যাতিত যারা ফার্মেসী পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
tawhidit.top/