Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৬৮
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

নিত্যকন্ঠ নিউজ :
কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে আয়োজন করা এ সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটি সভাপতি মো. নকিব উদ্দিন, প্রভাষক, কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, সহ-সভাপতি: মো. নূরুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সিনিয়র সহকারী শিক্ষক, লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়, ক্যাশিয়ার আবদুর রহমান জাফর, সদস্য: মো. মিজানুর রহমান, সদস্য রমা রায়।

সভায় প্রধান অতিথি ছিলেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) কেন্দ্রীয় কমিটির ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ঘ অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, এবং সংগঠনের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী নবনির্বাচিত পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভায় ১০৩ জন সদস্যের মধ্যে লটারির মাধ্যমে উপহার প্রদান এবং সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে মেধাবৃত্তি বিতরণ করা হয়।

নতুন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/