কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়ায় দৈনিক বাংলাদেশ বানী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
পহেলা নভেম্বর বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের ইন্জিঃ তৌহিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় দৈনিক বাংলাদেশ বানী’র কলাপাড়া প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, গনঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু।কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো এনামুল হক, অর্থ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোঃ শরিফুল হক শাহীন, ৭১ টিভির কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু, যুবদলের কলাপাড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন, আমরা কলাপাড়া বাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ কর্মী নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জসীম পারভেজ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফিজুর রহমান। সবশেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হর।
tawhidit.top/