মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্টে কর্নেসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন শ্রমিক ও জেলে আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে বরফ কলের কর্নেসার পাইপ হঠাৎ ফেটে যায়। এতে মুহূর্তেই তীব্র অ্যামোনিয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও মাথা ঘোরা অনুভব করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনার পর বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন ধ্রুববাণীকে বলেন, ‘অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত বিপজ্জনক। এটি শ্বাসনালী, চোখ ও ত্বকে মারাত্মক প্রভাব ফেলে। দ্রুত নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’
স্থানীয়দের অভিযোগ, মহিপুরসহ আশপাশের এলাকায় অনেক পুরনো বরফ কল দীর্ঘদিন ধরে অরক্ষিতভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজন।
tawhidit.top/