Loading ...
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মহিলা আ’লীগ নেত্রীর হুংকারে মসজিদের কাজে বাঁধা

নিউজ রুম / ৯৬
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।

কলাপাড়ায় মসজিদের উন্নয়ন মূলক কাজে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মসজিদের বাথরুম বন্ধ করে রাখা, জমি অনাবাদি রাখা, গাছের চারা উপরে ফেলা, এমনকি সরকারী রাস্তার কাজের জন্য মাটি কাটতে গেলেও বাধা দিয়েছেন বলে জানান স্থানীয়রা। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া ছায়েদ আলী মাতুব্বর বাড়ী জামে মসজিদে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে স্থানীয় মাহাতাব উদ্দিন মাতুব্বর (চান মেয়া) কে দায়ী করে মসজিদের মুসুল্লিরা কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মসজিদের মুসুল্লি মো. মহিউদ্দিন ও হানিফ মাতুব্বর বলেন, কলাপাড়া কৃষি অফিস থেকে মসজিদের জন্য নারিকেল চারা বরাদ্দ দেয়। মুসুল্লিরা এ গাছ গুলো মসজিদের সামনে সরকারী রাস্তার পাশে রোপন করেন। পরে, মাহাতাব উদ্দিন (চান মেয়া) তার মেয়ে এবং মেয়ে জামাই এসে চারা গুলো উঠিয়ে ফেলে দেয়। তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ করলে মিথ্যে মামলা দিয়ে হয়রানী করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, ইউনুস, মাসুম বিল্লাহ, খোরশেদ প্যদা জানান, মসজিদের কোন উন্নয়ন কাজ করতে দেয় না মাহাতাব উদ্দিন (চান মেয়া)। মসজিদের ইমাম তার ছেলের ঘরে থাকতো তাকে সেখান থেকে নামিয়ে দিয়েছে। ইমামের এখন থাকতে অনেক কষ্ট হচ্ছে। সরকারি রাস্তার কাজ করতে লেবাররা মাটি কাটতে গেলে তাদের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন তিনি। মসজিদের বাথরুম এবং ওযুখানার কাজ করতে দেয় না। এতে মুসুল্লিদের অনেক অসুবিধা পড়তে হয়। তিনি মসজিদের মাইকের তার কেটে ফেলেন। স্থানীয়রা এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।
মসজিদ কমিটির সভাপতি সলিম মাতুব্বর ও সাধারন সম্পাদক আল-আমিন বলেন, মাহাতাব উদ্দিন (চান মেয়া) আওয়ামীলীগের ডেলিগেটেড ভোটার এবং তার মেয়ে নাহিদা বেগম বালিয়াতলী ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তাদের ভয়ে কেহ মুখ খুলতে পারেনা। এই আমতলী পাড়ার ১৬৫ টি পরিবার বিদ্যুৎ হীন ছিলো তাদের কয়েকটি তাল গাছের পাতার কারনে। এই পাতা গুলো কাটার কারনে স্থানীয়দের মিথ্যে ধর্ষন মামলা দিয়ে হয়রানী করা হয়। মসজিদের জমি দীর্ঘ বছর যাবৎ অনাবাদী করে রেখেছে। মসজিদের বাথরুমটি অনেক বছর যাবৎ বন্ধ করে দিয়েছে। সরকারী রাস্তার কাজ করতে গেলে সে বাধা দিয়ে লেবারদের মারধর করেছে। কৃষি অফিস থেকে নারিকেল চারা বরাদ্দ দিলে মসজিদের সামনে জুমা নামাজ বাদ মুসুল্লিদের নিয়ে রোপন করার কিছুক্ষন পরে সেই চারা গুলো উঠিয়ে ফেলে দেয়। কোন প্রকার উন্নয়ন কাজ করতে দেয় না। এসব নিয়ে কেহ কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, চাদাবাজী সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। তারা এর সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবী জানান।
এ বিষয়ে মাহাতাব উদ্দিন মাতুব্বর (চান মেয়া) জানান, এ মসজিদ আমার বাড়ির মসজিদ, এখানে আমি নামাজ পড়ি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট।
বালিয়াতলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির বলেন, এ বিষয়টি স্থানীয় মুসুল্লিরা আমাকে জানিয়েছে। তবে, এ নিয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করা হচ্ছে।
কলাপাড়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক রাসেল খান বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/