পটুয়াখালীর কলাপাড়ায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)বর্ষপূর্তি উদযাপন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আট’টায় হোটেল রুবান সংলগ্ন চাইনিজ রেষ্টুরেন্ট চায়না পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া ফারিয়ার সভাপতি মো.জাহিদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া থানার এস আই মোঃ জহিরুল ইসলাম,পার্শবর্তী আমতলী থানা ফরিয়ার সভাপতি,মোঃ তারিকুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও কলাপাড়া ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন গাজী, দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আসাদুর রহমান,মোঃ আলাউদ্দিন,মোঃ আবু আনসারী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিয়ার সদস্য এলকো ফার্মার রিপ্রেজেন্টেটিভ মোঃ আমিনুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা ও আমতলী ফারিয়ার সভাপতি মোঃ তারিকুল ইসলাম সোহাগ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এর আগে আগত অতিথিদের ফুলদিয়ে বরন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.জুয়েল ইসলাম সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও নতুন কমিটির বর্ষপূর্তিতে ফারিয়ার সভাপতি মোঃ জাহিদ তালুকদার তার বিগত দিনের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংগঠনের সদস্যদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,সংগঠন ও এর সদস্যদের মঙ্গলের জন্য তিনি সদা প্রস্তুত রয়েছেন। বিনিময়ে তিনি শুধু সদস্যদের দোয়া ও ভালোবাসা চান। অনুষ্ঠানের শুরুতেই ফারিয়ার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সদস্যদের কে উম্মুক্ত আলোচনার সুযোগ দেয়া হয়। এতে অনেকেই তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়ার সহ-সভাপতি মোঃ ওমর ফারুক।
tawhidit.top/