“একতা শক্তি,ঐক্যই বিজয়”এ স্লোগান ধারণ করে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নীলগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। এতে মো.আবুতালেব ইভান মাতব্বরকে সভাপতি,মাহবুব আলম কে সাধারণ সম্পাদক ও ফিরোজ তালুকদার কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এর আগে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী জেলার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো.দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সদস্য সচিব পটুয়খলী জেলা আহবায়ক কমিটি মো.জসিমউদদীন। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ মাদ্রসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মো.মাসুদ পারভেজ,সহ-ক্রীড়া সম্পাদক ও যুগ্ম আহবায়ক মো.শাহআলম, কার্যকরী সদস্য মো.নুরেআলম মুরাদ,নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কামারুজ্জামান শহীদ মাতুব্বর প্রমুখ। এছাড়াও কলাপাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা,তাদের বেতন স্কেল ৮ ম গ্রেড নিশ্চিত,২০% ভাড়ি ভাড়া, মেডিকেল ভাতা উন্নিত করণ করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ে উক্ত সংগঠন কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বক্তারা আরো বলেন সরকার যদি এই দাবি দাওয়া আগামী ১৩ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করে তবে সংগঠনটি কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের নব নির্বাচিত সভপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মো.আবুতালেব ইভান মাতব্বর।
tawhidit.top/