কলাপাড়া,পটুয়াখালী,প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ লোকমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত লোকমান পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করতেন। ঘটনার সময় ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
কলাপাড়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
tawhidit.top/