কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।
কুয়াকাটা সমুদ্রে সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিখোঁজের প্রায় তিন ঘন্টা পর মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সৈতকের জিরোপয়েন্ট সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয় পারভেজ। নিহত মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ খুলনার খালিশপুর এলাকার মো.আলীউল ইসলামের ছেলে।
উল্লেখ্য সকালে পাঁচ বন্ধু মিলে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন পশ্চিম পাশে সমুদ্রে গোসলে নামেন। এরপর অসাবধানতা বসত তিনজন ঢেউয়ের কবলে পড়ে সমুদ্রের গভীরে চলে যান। তাদের মধ্যে দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেলেও বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে কলাপাড়া ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ,নৌপুলিশ ও স্থানীয়দের যৌথ চেষ্টায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে তা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
tawhidit.top/