নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী,প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় শশুর বাড়ি বেড়াতে এসে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মৃধা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমনমৃধা পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সিকান্দার খালির বাসিন্দা নিজাম মৃধার ছেলে।
স্বজনরা জানায় তার শশুরের বসত ঘর কিছুটা নিচু। তাই লোকজন নিয়ে উঁচু করার কাজ কছিলো। কিন্তু হঠাৎই ঘরের টিনের চালা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে ইমন বিদ্যুতায়িত হয়। পরে ইমন কে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কেউ কোন অভিযোগ করেনি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/