নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় নূরউদ্দিন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করাহয়। নিহত নূরউদ্দিন একই এলাকার মো.ফারুক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান,নূরউদ্দিন মাদারীপুরের কালকিনি থানার অন্তর্গত কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জরিয়ে ৭ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এপর বাদুরতলিতে দু’জনে একসংঙ্গেই বসবাস করতো। কয়েকদিন আগে নিহতের স্ত্রী আরিফা বাবার বাড়িতে বেড়াতে যায়। মোবাইলের মাধ্যমে গত দুই দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী জানান, তিনি আর নূরউদ্দিনের সঙ্গে সংসার করবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে,রাত আনুমানিক দুইটার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
tawhidit.top/