Loading ...
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় গলায় গামছা প্যাচানো অবস্থায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৪৪১
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর মো. সবুজ হাওলাদার (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভার শরিফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুজ হাওলাদার শরিফপুর এলাকার মো. আবুল বাশার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং মাত্র আট মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্থানীয়রা জানান, গরু চরাতে গিয়ে এক নারী ঝোপে মরদেহটি গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বোন মনিরা বলেন, ‘বুধবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ স্ত্রীকে থাপ্পড় মারেন। পরে স্ত্রী বিষয়টি তার বড় ভাইকে জানালে তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যান। কিছুক্ষণ পর স্ত্রী আমেনা বাবার বাড়িতে চলে গেলে সবুজও তার সঙ্গে যান। আমরা ভেবেছিলাম তিনি শ্বশুরবাড়িতেই আছেন। কিন্তু আজ জানতে পারি, তার মরদেহ ঝোপে পাওয়া গেছে।’

এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন বলেন, ‘সাগরে যাওয়ার পথে ডাকাডাকি শুনে সেখানে যাই। গিয়ে দেখি, একটি মরদেহ পড়ে আছে। দুর্গন্ধ এত তীব্র ছিল, কাছে যাওয়া সম্ভব হয়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/