Loading ...
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত এবং বিছানার চাদর বিতরন

মো. নাহিদুল হক / ১০১
রবিবার, ৮ জুন, ২০২৫

 

মো. নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত এবং বিছানার চাদর বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলার কলেজ রোড এলাকার শিথিল এন্টারপ্রাইজ’র কার্যালয়ে এসব সামগ্রী বিতরন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে এবং বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্পন্দন কলাপাড়া সংগঠনের সভাপতি আবুল হাসনাত রিমন শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন, স্পন্দন কলাপাড়া সংগঠনের সদস্য বিল্লাল খান কাবুল, সজল বিশ্বাস, রেহান উদ্দিন রেহান, রুস্তম আলী, আনিস খান, খন্দকার আল মামুন, মো.জুয়েল, মাওলানা ফোরকানুল ইসলাম, মোঃ ফখরুল আলম, ইলিয়াস জাবেদ। এছাড়া কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন. কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম, ব্যাচ ভিত্তিক সংগঠন অদম্য – ৯৭ ও বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রম শেষে পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন এর রোগ মুক্তির কামনা এবং স্পন্দন কলাপাড়ার উন্নতি কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়। এ সময় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ১ কেজি কোরবানির গরুর গোস্ত এবং একটি করে বিছানার চাদর দেয়া হয়।
স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন বলেন, কলাপাড়ার অবহেলিত মানুষের পাশে থাকতে স্পন্দন কলাপাড়ার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সংগঠনের দাতা সদস্য পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/