কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও স্থানীয় সরকার ব্যবস্থায় বরাদ্দ বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে তহবিল গঠনের করণীয় নির্ধারণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র আয়োজনে সেইভ দ্য চিলড্রেনের সার্বিক সহায়তায় একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্পের আওতায়
জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে ও রাইমসের কারিগরি সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্ব জাগোনারী’র প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স এবং দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড ও বাজেট বরাদ্দ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ নিজাম।
চেয়ারম্যান মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি, যেখানে প্রায়শই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগে মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই শুধু দুর্যোগ পরবর্তী সহায়তার ওপর নির্ভর না করে, আমাদের আগাম প্রস্তুতির ওপর জোর দিতে হবে।
প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স, ‘ইউনিয়ন পর্যায়ে একটি জরুরি তহবিল গঠন করা হলে তাৎক্ষণিকভাবে আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখতে হলে আমাদের সক্ষমতা বাড়ানো ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ তহবিল গঠনের প্রক্রিয়া, কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সিপিপি সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালে জরুরি সেবা নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক পৃথক বাজেট ও একটি স্থায়ী তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
tawhidit.top/