Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সাংবাদিক রাসেল মোল্লার মায়ের মৃত্যু

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৫৭
বুধবার, ১৪ মে, ২০২৫

 

কলাপাড়ায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাংবাদিক রাসেল মোল্লার মা মোসা.রেনু কাশেম(৭৮)। তিনি আজ বুধবার বেলা ৯ টা ৪৫ মিনিটের সময় পৌরশহরের ৬ নং ওয়ার্ড মঙ্গল স্কুল সংলগ্ন বাসায় মৃত্যু বরণ। তিনি দীর্ঘদিন যাবৎ স্টোর্ক জনিত রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র,৬ কন্যা ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাসেল মোল্লার মায়ের মৃত্যুতে কলাপাড়ার গণমাধ্যম কর্মীরা শোকাহত।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/