Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

শক্তি বাড়াচ্ছে তাপপ্রবাহ,বৃষ্টি আসবে কবে ?

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩১৫
শুক্রবার, ৯ মে, ২০২৫

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

দেশের উপরদিয়ে একটি শক্তিশালী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার তীব্রতা বিশেষকরে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে বেশি। যা চলতে পারে ১৫ ই মে পর্যন্ত। আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বিডব্লিউওটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী ১৩ ই মে চলমান তাপপ্রবাহ এর শক্তি হ্রাস পেতে শুরু করবে এবং ১৫ ই মে তাপ প্রবাহটি পুরোপুরি তার শক্তি হারাবে। বিশেষ করে খুলনা,রাজশাহী,বরিশাল ও রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ টি ১৫ ই মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে আগামী ১৩ ই মে পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা থাকতে পারে। তাপপ্রবাহটি সবচেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে ১০ টু ১২ ই মে পর্যন্ত। আশার কথা হচ্ছে এই তাপপ্রবাহের পরপরই দেশের দিকে একটি ক্রান্তীয় আংশিক বৃষ্টি বলয় আসছে যা আগামী ১৩ ই মে থেকে দেশের উপর সক্রিয় হতে পারে, এবং তা আগামী ১৫ ই মে থেকে দেশের অনেক এলাকায় অধিক সক্রিয় হতে পারে। এই বৃষ্টি বলয় এর জন্য তাপপ্রবাহ দাবানল হ্রাস পাচ্ছে। আগত শক্তিশালী বৃষ্টি বলয়টি তীব্র বজ্রপাত যুক্ত হবে। যা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগে, সবচেয়ে কম সক্রিয় থাকবে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে। বৃষ্টি বলয়টি ১৩ ই মে থেকে ২০ শে মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর মধ্যে বেশি সক্রিয় থাকতে পারে ১৫ থেকে ১৯ শে মে পর্যন্ত। বৃষ্টি বলয়টি শেষ হবার পর আবারও তীব্র একটি তাপপ্রবাহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন (BWOT)


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/