Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

বোনের বাড়ি বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি। / ২৫৮
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বোনের বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকায় পৌঁছলে সিক্স লেন এলাকায় একটি দ্রুতগামী অটোবাইক মারিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/