নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।
“বিপদের বন্ধু ঘরের ডাক্তার এর নাম গ্রাম ডাক্তার” এ স্লোগানকে ধারন করে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কলাপাড়া উপজেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পহেলা মে বেলা ১১ টায় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রে তাদের সৌজন্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা.আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেএইচ খান লেলিন। এসময় বিশেষ অতিথি ছিলেন,কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম ও জেলা ঔষধ প্রশাষক (ড্রাগ সুপার) সৈয়দ কামরুল ইসলাম।
সম্মেলনে প্রধান ও বিশেষ বক্তা ছিলেন,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি গ্রাম ডাঃ আঃ মান্নান,জেলা শাখার আহবায়ক গ্রাম ডাঃ সৈয়দ মেজবাহ উদ্দিন ও পাঙ্গাসিয়া দরবার শরীফের পির মাওলানা শাহ মো.আতাউল্লাহ্ বোখারী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডা.কল্যান সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক গ্রাম ডাক্তার মো.হাবিবুর রহমান,সদস্য সচিব গ্রাম ডাঃ পরিমল চন্দ্র গাইন,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আলহাজ্ব মো.ইব্রাহীম খলিল,সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মো.জাহিদ তালুকদার সহ উপজেলার অন্যান্য গ্রাম ডাঃ গন উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে, গ্রাম ডাঃ আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম তালুকদার,বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর ৮০ ভাগ রোগীকে চিকিৎসা সেবাদেওয়া গ্রাম ডাক্তারের প্রতি সকল হয়রানি বন্ধ করে সরকারি সকল সুযোগ সুবিধার দাবি জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেএইচ খান লেলিন উপস্থিত গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের পরামর্শের পাশাপাশি সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। এ সময় গ্রাম ডাক্তারদের অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে রেজিস্টার্ড ডাক্তারদের সার্টিফিকেট ও আইডিকার্ড প্রদান করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য গ্রাম ডা.আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার’কে সভাপতি ও গ্রাম ডা.আলহাজ্ব ইব্রাহীম খলীল কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রাম ডাঃ মো.শহিদুল ইসলাম।
tawhidit.top/