মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি।।
মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) মহিপুর প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন চেয়ারম্যান ফজলু গাজী, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান প্যাদা, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, মহিপুর সদর বিএনপির সভাপতি মিজানুর রহমান, থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য জাহিদ রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মজনু গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, ইমাম, খতিব মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ, মহিপুর।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে উপস্থিত অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
tawhidit.top/