পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গাজী সামসুল হক ফাউন্ডেশন ঈদ সামগ্রী বিতরণ করেছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে ফুলগাজীর বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর রাসেদুল হক গাজীর উদ্যোগে ৬০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, সেমাই,চাল, খেজুর,ও দুধ বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মুফতি ফেরদৌসুল হক গাজী,বিশেষ অতিথী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,মো.মাহফুজুল হক গাজী,গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন নয়ন,মো.আমিনুল ইসলাম (ফুলগাজী) সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফেরদৌসুল হক গাজী বলেন,যার নামে এ এ ফাউন্ডেশন গঠিত হয়েছে তিনি ছিলেন জনদরদী একজন মানবিক মানুষ। তিনি জীবদ্দশায় বহু অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় তার পুত্ররা সেই মরহুম সামসুল হক গাজীর নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এ ফাউন্ডেশনের মাধ্যমে অত্র এলাকার দুস্থ ও অসহায় মানুষের জীবন-মান উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ করবে বলে তিনি জানিয়েছেন। ঈদ সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা জানান,মরহুম সামসুল হক জীবদ্দশা থেকে অধ্যবধি প্রায় ৩০ বছর পর্যন্ত সামসুল হকের পরিবার ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী অথবা কাপড় বিতরণ করে আসছে।
tawhidit.top/