Loading ...
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

কলাপাড়ায় প্রতিবেশীদের বিরুদ্ধে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ১৩০
সোমবার, ২৪ মার্চ, ২০২৫

 

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীদের বিরুদ্ধে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় সালমা বেগম নামের (৫০) নামের এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আইয়ুব আলী ফরাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আইয়ুব আলীর স্ত্রী সালমা ও পূত্রবধু মারুফার অভিযোগ, গতকাল রাত এগারোটার দিকে তারা রাতের খাবার শেষে ঘুমিয়ে পরেন। এসময় বাড়িতে কোন পুরুষ লোক ছিলোনা। পরে প্রতিবেশী একই বাড়ির জাফর হাওলাদার, আবু হাওলাদার, মিজান হাওলাদার, সুমন হাওলাদার, রফিক হাওলাদার ও কাওছার হাওলাদার তাদের ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ১ লাখ টাকা ও ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় ওই নারীকে মারধর করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তরা পালিয়ে যায়। তারা মুখোশ পরিহিত থাকলেও কথা বার্তায় ও চাল চালনে ওই নারী তাদের চিনে ফেলেছেন বলে জানান।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/