কলাপড়া প্রতিনিধি।।
ছিলেন আওয়ামী লীগের দোসর, করেছেন বিএনপির নামে একাধিক মামলা। এলাকায় করেছেন দালালী ও চাঁদাবাজি, রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। গত ৫ই আগস্ট সরকার পতনের পরেও থেমে নেই আলমগীর হাওলাদার।
কে এই আলমগীর সবারই অজানা, মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামের মোক্তার আলীর ছেলে আলমগীর হাওলাদার (৫০), এলাকায় আওয়ামী লীগের বিস্তার ও প্রভাব খাটিয়ে চুরি, চাঁদাবাজি, দখলদারি ও সালিশ বাণিজ্য থেকে এমন কোন কাজ নেই যে তিনি না করেছেন। ৫ই আগস্ট এর পর সবকিছুই বনে গেছে আলমগীরের, গা ডাকা দিয়েছেন নিজে এলাকা থেকে। নিজ এলাকায় না থেকেও বিভিন্ন প্রকার দালালি থেমে নেই।
কয়েক দিন ধরে তাকে দেখা যাচ্ছে, কলাপাড়া আবাসিক হোটেলে। আওয়ামী ফ্যাসিবাদ সরকার পতনের পরে কলাপাড়ায় স্থান নেন তিনি, সেখানে থেকেই কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওয়ামী লীগ নেতাদের জামিন থেকে শুরু করে এলাকার লোকদানের জামিনের দালালি করে আসছেন তিনি। মোটা আংকের টাকা নিয়ে মামলার তদবির করে বলেও একাধিক সুত্রে জানা গেছে। কিছুদিন আগে তার স্থান নেয়া আবাসিক হোটেলের পাশের রুমের এক ভিখারীর টাকা চুরি করেন তিনি। এমন কোন কাজ নেই যে তিনি না করেন, তবে ব্যবস্থা নিচ্ছে না কেউ।
tawhidit.top/