কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহব্বায়ক কমরেড নাসির তালুকদার বলেন,আমার জীবনের ৬৭ বছরের ইতিহাসে প্রকাশ্য দিবালোকে এমন ছিনতের ঘটনা কলাপাড়াতে আমি দেখি নি বা শুনিনি। এটা বর্তমান অন্তরবর্তী সরকারের ব্যর্থতা। এটা শুধু কলাপাড়াতে নয় দেশব্যাপী খুন,ধর্ষণ,চুরি ডাকাতি ছিনতাই এমনভাবে বেড়েছে তা যদি চলতে থাকে তবে যারা নতুন বাংলাদেশ দাবী করছেন এমন বাংলাদেশ আমি চাইনা ধিক্কার জানাই এবং অবিলম্বে এ সরকারের পদত্যাগ চাই। বুধবার দুপুরে কলাপাড়া ছিনতাইয়ের ঘটনানিয়ে মুঠোফোনে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর আগে বুধবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সদর রোডে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১২টা’র দিকে পৌরশহরের পুরান বাজার সংলগ্ন সদর রোডে দ্বাড়িয়ে এক তরুণী মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে দ্রুত গতিতে ওই তরুণীর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল তরুণী রাস্তার উপর কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়দের মতে,কলাপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই বেড়ে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। তাদের ধারণা,এরই ধারাবাহিকতায় হয়তো কলাপাড়াতেও কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠছে।
যদি এমন চলতে থাকে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি,প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলামের জানান,ঘটনাটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম। সেখানে একটি সিসি ফুটেজে দেখলাম ছিনতাইকারি হেলমেট পরিহিত অবস্থায় ছিল। ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/