সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গলাচিপায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে গুরুতর আহত অবস্থায় তার বাসার সামনে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ নির্মম হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, নয়াদিগন্তের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ,দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের গলাচিপা প্রতিনিধি মো. সোহাগ রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মো. হাফিজ উল্লাহ প্রমুখ।
tawhidit.top/