• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

কুয়াকাটায় টেলিভিশন সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম, মুমুর্ষ অবস্থায় ঢাকায় রেফার

নিউজ রুম / ৫৫
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

 

কুয়াকাটা প্রতিনিধি।

কুয়াকাটায় গভীর রাতে টেলিভিশন সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিকের নাম জহিরুল ইসলাম মিরন। তিনি বাংলাভিশন কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদল এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

জানাগেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় তাকে নিজ বাসার সামনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলেরেখেযায়। এরপর মুমূর্ষু অবস্থায় স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।

পরিবারের সদস্যরা জানান,মিরন ঢাকা থেকে রাতে কুয়াকাটায় ফিরেছেন। কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নেমে ৫০ গজ দূরে বাসায় যাচ্ছিল এমন সময় এ দূর্বৃত্তরা তাকে আক্রমণ করে। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কব্জি বরাবর ঝুলে গেছে। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে। মিরনকে বর্তমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান,তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/