মোঃ রিয়াজুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধি।।
বাংলাদেশ স্কাউটের পটুয়াখালী জেলার রোভারের ৩৬ তম বার্ষিক ও ১৫ তম ত্রৈ-বার্ষিক বিশেষ কাউন্সিল সভায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান ও সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্কাউটার ড. মো: আমিনুল ইসলাম টিটো।এছাড়াও পদাধিকার বলে সভাপতি হয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এর সভাপতিত্বে ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন।
পবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম বলেন, ” স্কাউটিং সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি, এবং সম্পাদক হিসেবে আমি সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব”।
পবিপ্রবি’র অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “ভবিষ্যতে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় আমরা একসঙ্গে স্কাউটিংয়ের মূল্যবোধ আরও ছড়িয়ে দিতে পারব।”
উল্লেখ্য প্রথম ধাপে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বে নির্বাহী কমিটির প্রথম সভায় সহকারী কমিশনার ও অন্যান্য পদসহ আরো ১৪ জন সদস্য নির্বাচন করা হবে।
tawhidit.top/