মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকীতে পাঁচ সন্তানের জননী অনাহারে থাকা অসহায় রাশিদা বেগমকে দেখতে গিয়ে নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলবাড়ি বাজারের উত্তর দিকে রাস্তার পাশে অরক্ষিত দরজা ও জানালা বিহীন ঘরে বসবাসরত প্যারালাইসিসে আক্রান্ত পাঁচ সন্তানের জননী অসুস্থ রাশিদা বেগমকে দেখতে যান দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় প্যারালাইসিস হয়ে পড়ে আছেন এই বৃদ্ধা, তাঁর পাঁচটি সন্তান থাকলেও কেউ তাঁর খোঁজ খবর নিচ্ছে না এবং তাঁর স্বামী তালাক দিয়ে অন্যত্র চলে গেছেন। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আমার ভীষণ খারাপ লাগে। তাঁকে সরকারিভাবেও সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, পাঁচ জন সন্তান থাকা সত্ত্বেও কেউ খোঁজ খবর নিচ্ছে না রাশিদা বেগমের এবং সৌদি প্রবাসী স্বামী ফারুক হাওলাদার বেশ কয়েক বছর পূর্বে রাশিদা বেগমকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। রাশিদা বেগম দীর্ঘদিন যাবত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে একাকীত্ব দিনযাপন করে আসছেন। প্রতিবেশীরা খাবার দিয়ে গেলে খায়, না দিলে না খেয়ে থাকতে হয় অসুস্থ রাশিদা বেগমকে।
tawhidit.top/