• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

দ্বিতীয় বারের মতো কালের কন্ঠে দেশ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১০৭
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

 

জসীম পারভেজ সাংবাদিকতা শুরু করেন ২০০৩ সালে। ওই সময় তারই বড় ভাই সাংবাদিক মোহসিন পারভেজের হাত ধরে দৈনিক ভোরের কাগজে কলাপাড়া প্রতিনিধি হিসেবে হাতে খড়ি হয় তার। এপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার কর্মদক্ষতায় ২০১০ সালে দেশের বৃহৎ বানিজ্যিক শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের ‘ইস্ট ওয়েস্ট’ মিডিয়া গ্রুপের দৈনিক কালের কন্ঠের কলাপাড়া প্রতিনিধি হিসেবে তিনি মনোনিত হয়। তারপর বিচক্ষণতার সহিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক, দূর্নীতি ও সফলতা এবং দূর্যোগ সহ নানাবিধ অনুসন্ধানী প্রতিবেদন করায় ২০১৪ সালে কালের কন্ঠের সারা দেশের প্রতিনিদের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতা ধরে রেখে সৎ ও নিষ্ঠাবান থেকে সাংবাদিকতায় আরও দ্রুত এগিয়ে যান জসীম পারভেজ। তাই ২০২৪ এ এসেও বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ দ্বিতীয় বারের মতো রিপোটিংএ কালের কন্ঠে সারাদেশে সেরা প্রতিনিধি নির্বাচিত করেন জসীম পারভেজ কে। এছাড়াও তিনি সফলতার সংগে এর আগে আর টিভি ও বর্তমানে এখন টিভিতে কাজ করছেন। সেই সাথে সে আইন বিষয়ে শেষ পর্বের পরীক্ষায় অংশ নিয়েছেন।

তার সফলতা অর্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার মা,বাবা, ভাই এবং স্ত্রীর সামগ্রিক সহযোগিতায় সাংবাদিকতা করতে পেরেছি। তবে আমি আদর্শিক সাংবাদিকতা করি বলে আমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের হৃদয় স্থান করে নিতে পেরেছি। রিপোর্টিং এর কারনে অনেক অসহায়ের সহায় ও জীবীকার ব্যবস্থা হয়েছে। তাদের দোয়া সুস্থ্য এবং স্বাভাবিক জীবন যাপনের পাশাপাশি নানাবিধ সফলতা অর্জণ করতে পেরেছি। আমি দক্ষ সাংবাদিক না হলেও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করি। আর পুরুষ্কার পেয়েছি আমরা কাজের স্বীকৃতি হিসেবে। এটা আামায় কাজের গতি বাড়াতে সহযোগিতা করে। যতদিন বাঁচবো সৎ সাংবাদিকতা করবো বলে তিনি জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/