Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশের বিরুপ প্রভাব পরিদর্শন করেছে (বাপা)

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৭৯
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।। 

সারাপৃথিবীতে এখন কোথাও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে না। কারন এটা পরিবেশ দূষন করে। এটা যেমনি বাতাস দূষিত করে,তেমনি মাটি ও পানিকেও দূষিত করে। এটা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে দূষণকারী পদ্ধতি। তাই আমরা চাচ্ছি এখনও দেশে যে সকল বিদ্যুৎ কেন্দ্র সরকার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সেগুলো বাতিল এবং যেক’টায় কয়লাদিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো গ্যাসে রপান্তর করতে হবে যাতে করে পরিবেশের ক্ষতি না হয়৷ এছাড়াও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুরোপুরি ক্ষতিপূরণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর ঢাকা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড.নজরুল ইসলাম।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশের ক্ষতি কর প্রভাব ও ক্ষতি গ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে এসে ধানখালী ইউনিয়নের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন স্বপ্নের ঠিকানা সহ পার্শ্ববর্তী এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এ-সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড.নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আলমগীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস,পটুয়াখালী জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া,সহ সভাপতি আমিনুল ইসলাম টিটু,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন,দপ্তর সম্পাদক মেহেরুননেছা সুমি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান মিলন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক আতাজুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) প্রমুখ। এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতি গ্রস্থ পরিবারের সদস্য মো.অলিউর রহমান,মো.আনোয়ার হোসেন,রবিউল আউয়াল অন্তর সহ অনেকে।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে (বাপা)র সহযোগিতা চেয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/