• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নিউজ রুম / ১৩৮
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থরা। সোমবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সিক্সলেন সড়কের টিয়াখালী বাজার সংলগ্ন এলাকায় বসে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান ইলিয়াস ও শারমিনসহ আরো অনেকে। এর আগে গতকাল তারা একই দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
বক্তারা বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন। তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান বক্তারা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/