Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় অর্ধশশতাধিক অসহায় দুস্থ অসহায়দের হাতে শীত বস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াই

নিউজ রুম / ১০৩
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

 

কলাপাড়া প্রতিনিধি।।

” মানুষ মানুষের জন্য “এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালির কলাপাড়ায়
পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অর্ধশতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করেছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় পাশে দাড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামারুজ্জামান শহীদ মাতব্বর। এ-সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও গণমাধ্যম কর্মী চঞ্চল সাহা,অবঃ প্রধান শিক্ষক আঃ হক আজাদ,ডাঃ শাহআলম মাতুব্বর,লালুয়া এসকেজেবী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাশার,মোঃ রিমন মাতুব্বর,গ্রীন ফার্মাসিউটিক্যালসে কলাপাড়ায় কর্মরত প্রতিনিধি মোঃ লোকমান হোসেন,ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হক জুবায়ের,পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ রেজাউল করিম,কোষাধক্ষ্য মোঃ মুছা আকন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোতালেব সরদার,সদস্য বাইজিদ পাহলান,বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবক মোঃ আল মঞ্জির প্রমুখ।

এছাড়াও নাওডাঙ্গা সালেহীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল খালেক মিয়া,কলাপাড়ায় কর্মরত মোহনা টিভির সাংবাদিক গৌতম চন্দ্র হাওলাদার, সংগঠনের দাতা সদস্য প্রবাসী শওকত হোসেন মাতব্বর,প্রবাসী শাহীন মাতুব্বর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুবিধাভোগী সহ প্রায় দুইশত মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ মাতুব্বর বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন নতুন হলেও এর কার্যক্রম দেখে আমি বিমোহিত। ইতিমধ্যেই সংগঠনের নামটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজকে যে অসহায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আমি এই সংগঠনের সংশ্লিষ্ট সদস্যদের পাশে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব । মানুষ মানুষের জন্য এই শ্লোগানের সার্থকময় হোক সংগঠনটি। কোন রাজনৈতিক দলের বলায় তৈরি না হয়ে সবার জন্য কাজ করবে এই সংগঠন এই প্রত্যাশা করি।

সভাপতির বক্তব্যে নয়নাভিরাম গাইন বলেন,পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনটি সংগঠনের সদস্য ও দাতা সদস্যদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সংগঠনটি দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। তারা মানুষকে খাদ্য সহায়তা নতুন গৃহ নির্মাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন। এরপর তারা চলমান শৈত্যপ্রবাহে প্রায় ৬০ টি অসহায় ও দুস্থ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে। তারা যে অর্থ ব্যয় করে ৬০ টি পরিবারকে শীতবস্ত্র দিয়েছে সেই অর্থ দিয়ে অন্তত ৩০০ পরিবারকে শীত বস্ত্র দেওয়া সম্ভব ছিল। কিন্তু তারা সেটি না করে শুধুমাত্র ৬০ টি পরিবারকে শীতবস্ত্র দিয়েছে। কারণ তারা চান তাদের দেওয়া শীতবস্ত্রে প্রকৃতপক্ষেই যেন মানুষের শীত নিবারণ হয়। তাই তাদের সুবিধা ভোগীর সংখ্যা কম ছিল। তবে আশা করছেন আগামী দিনগুলোতে আরো বেশি মানুষকে এই মানের শীতবস্ত্র তারা দিতে পারবেন। তাদের দেওয়া প্রতি কম্বলের মূল্য পরেছে ১০০০ টাকা। সংগঠনটি আশা করছে ভবিষ্যতেও দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে। তাই সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাওভাঙ্গা সালেহিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ ইভান মাতুব্বর।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/