নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় হাজি হাসেম আলী আছিয়া খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শীতবস্ত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার সভাপতি কেএম জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ সোমেদ হাওলাদার, পরিচালক এসএম মনিরুল আলম শামিম সহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ জালাল উদ্দিন। পরবর্তীতে মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ওই মাদ্রাসার দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থীদের প্রত্যেক কে একটি করে শীতবস্ত্র বিতরণ করা হয়।
tawhidit.top/